কম্পিউটারের অঙ্গ-সংগঠন (Computer Architecture):
কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য
প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো যথাযথ অবস্থানে স্থাপন ও যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক
সংযোগ স্থাপনকেই কম্পিউটারের অঙ্গ-সংগঠন বলে ।
সাধারণত কম্পিউটার সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়।
ক) হার্ডওয়্যার, খ) সফটওয়্যার
ক) হার্ডওয়্যার: কম্পিউটারের বাহ্যিক
অবকাঠামো তৈরির জন্য ব্যবহৃত যন্ত্র সামগ্রীকে বলে – হার্ডওয়্যার।
কোনো কম্পিউটার ব্যবস্থায় সকল ভৌত যন্ত্রপাতি ও ডিভাইস, কীবোর্ড, প্রিন্টার, মনিটর
ইত্যাদি একত্রে হল – হার্ডওয়্যার বা যান্ত্রিক সরঞ্জাম। কর্ম
কৌশলের উপর ভিত্তি করে কম্পিউটারের Hardware কে তিন শ্রেণীতে
বিন্যস্ত করা হয়।
1. Input Device
2. CPU
3. Output Device
Input
Device
Input Device: কম্পিউটারকে
ডাটা বা নির্দেশনা প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয়
সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। কম্পিউটারে ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস
হচ্ছে:
1. Keyboard
2. Mouse
3. Joy Stick
4. Light pen
5. Track Ball
6. Scanner
7. Graphic Tablet
8. Microphone
9. Magnetic Ink Card Reader(MICR)
10. Optical Character Reader(OCR)
11. Bar Code Reader
12. Optical Mark Reader(OMR)
13. Digital camera
14. Digital camcorder
15. Portable media player
16. Webcam
17. Gamepad
18. Touch pads
19. Electronic Whiteboard ইত্যাদি
সিপিইউঃ (Central Processing Unit):
কম্পিউটারের
যে অংশে ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে থাকে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
বলে।কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউ এর উপর নির্ভরশীল। সিপিইউকে অনেকে
মাইক্রোপ্রসেসর ও বলে থাকে। এটি কম্পিউটারের সকল কার্যাবলি নিয়ন্ত্রন করে। এটি
কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক স্বরূপ। সিপিইউ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর কাজ
ছাড়াও স্মৃতি, ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর কাজ নিয়ন্ত্রণ
করে।
সিপিইউ এর তিনটি অংশঃ
• Memory or Storage Unit মেমোরি
ইউনিট
• Control Unit কন্ট্রোল ইউনিট
• ALU (Arithmetic Logic Unit) গাণিতিক
যুক্তি অংশ
Ø মেমোরি ইউনিট-রেজিস্টার
স্মৃতিঃ ডেটা প্রক্রিয়াকরণের সময় অল্প ময়ের জন্য অস্থায়ী ভাবে সিপিইউ এর অভ্যন্তরে
যে স্থানে ডেটা সংরক্ষণ করা হয় তাকে রেজিস্টার বলে। রেজিস্টার ইলেকট্রনিক সার্কিট
দিয়ে তৈরি করা হয়। অ্যাকিউম্যুলেটর রেজিস্টার, মেমরি এড্রেস রেজিস্টার, বাফার রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার ইত্যাদি
বিভিন্ন ধরনের রেজিস্টার ।
Ø নিয়ন্ত্রণ শাখা (কন্ট্রোল ইউনিট বা সি ইউ)
কোনও কম্পিউটার ব্যবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যের জোগানকে
বজায় রাখে কন্ট্রোল ইউনিট। বস্তুত, কন্ট্রোল ইউনিট একটি
কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল
নার্ভাস সিস্টেমের ভূমিকা পালন করে। একটি কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে তথ্যের
আদান-প্রদানকে পরিচালনা করে। এটি কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের একটি অংশ যা
কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে।
Ø গাণিতিক যুক্তি অংশঃ ALU হচ্ছে Arithmetic
Logic Unit। যোগ, বিয়োগ, গুণ, ভাগ হলো গাণিতিক কাজের উদাহরণ । এটিকে ৩ ভাগে
ভাগ করা যায়। যেমনঃ
গাণিতিক কাজঃ যোগ,বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি এ অংশের কাজের অন্তর্ভুক্ত।
যুক্তিমুলক কাজঃ প্রাপ্ত নির্দেশ অনুযায়ী যুক্তির ভিত্তিতে কার্য
সম্পাদন করা এবং সিদ্ধান্তে উপনীত হওয়াই এ অংশের কাজ।
তথ্য পরিচালনাঃ তথ্য প্রক্রিয়াকরণের জন্য তথ্য স্থানান্তর করে কোনো
রেজিস্টার শূন্য করে দেওয়াই এ অংশের কাজ।
OUTPUT DEVICES:
1. Monitor (LED, LCD, CRT etc)
2. Printers (all types)
3. Plotters
4. Projector
5. LCD Projection Panels
6. Computer Output Microfilm (COM)
7. Speaker(s)
8. Head Phone
9. Visual Display Unit
10. Film Recorder
11. Microfiche
Both Input & Output Devices:
1. Modems
2. Network cards
3. Touch Screen
4. Headsets (Headset consists of Speakers and Microphone.
Speaker act Output Device and Microphone act as Input
device)
5. Facsimile (FAX) (It has scanner to scan the document and also
have printer to Print the document)
6. Audio Cards / Sound Card
Comments
Post a Comment