কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি | ||
---|---|---|
SL NO | TOPICS | Lecture Sheet/ Exam /video |
1 | ব্যাখ্যাসহ বিগত BCS প্রশ্ন সমাধান(প্রিলি) | |
2 | কম্পিউটার প্রোগ্রাম, ভাষাস্তর, টেস্টিং, SDLC | |
2 | বুলিয়ান অ্যালজেবরা(Boolean Algebra) ও লজিক গেইট (Logic Gate) | |
3 | কম্পিউটার নাম্বার ব্যবস্থা ও কোড | |
4 | কম্পিউটারের পারঙ্গমতা(Computer Performance) | |
5 | কম্পিউটার মেমোরি | |
6 | comming Soon....... | |
ব্যাংক আইটি/ আইসিটি/ কম্পিউটার | ||
1 | Examveda(Computer Fundamental) | |
2 | Examveda(Operating System) | |
3 | Examveda(MS Word) | |
4 | Examveda(MS Excel) | |
5 | Examveda(MS Power Point) |
প্রথমে stdio.h নিয়ে কিছু কথা, stdio এর মানে হলো Standard input and output । এটি সি (C)এর একটি স্ট্যান্ডাড লাইব্রেরি যাতে ইনপুট ও অউটপুট ফাংশন গুলা বর্ণিত আছে।যেমন sacnf(),printf())। এই সকল ইনপুট ও অউটপুট ফাংশন প্রোগ্রামে ব্যবহার করার ক্ষেত্রে প্রোগ্রামে এদের লাইব্রেরি হেডার ফাইলের নাম সংযোগ করতে হয়। যেমন , scanf(), printf() এই ফাংশন প্রোগ্রামে ব্যবহার করার ক্ষেত্রে প্রোগ্রামর শুরুতে এদের লাইব্রেরি হেডার ফাইলের নাম stdio.h কে প্রসেসর ডিরাইভেটিভ # (হ্যাশ) দ্ধারা লিংক সেকশনে সংযোগ করতে হয় । stdio.h সংযোগ না করে scanf(), printf() ...ব্যবহার করলে প্রোগ্রামে error দেখাবে। তাই যেকোনো লাইব্রেরি ফাংশন ব্যবহার করলে তাদের হেডার ফাইলের নাম সংযোগ করতেই হবে। C programming এর আদি কম্পাইলার হচ্ছে "Turbo C". Borland সর্বপ্রথম ১৯৮৭ সালে পরিচয় করিয়ে দেন প্রথম সি প্রোগ্রামিং ভাষার Integrated Development Environment and compiler "Turbo C".এর সাথে। conio.h সি স্ট্যান্ডাড লাইব্রেরির কোন অংশ নয়। এটি একটি হেডার ফাইল ,যার মধ্যে getch(),clrscr() ...ইত্যাদি কিছু ফাংশন । clrscr(): এই ফাংশ
Comments
Post a Comment