তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্টান ও তাদের সেবা
আইবিএম
- · ১৯১১ সালে আইবিএম প্রতিষ্ঠিত হয়।
- · এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আর্মংক (Armonk) নামক স্থানে অবস্থিত।
- · আইবিএম হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রস্তুত ও বিক্রয় করে থাকে।
- · আইবিএমের বিখ্যাত আবিষ্কারসমূহের মধ্যে এটিএম, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক উল্লেখযোগ্য।
- · আইবিএম-কে ‘বিগ ব্লু’ নামে ডাকা হয়।
মাইক্রোসফট
- · মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- · এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত।
- · এদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হল মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস।
- · ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়।
- · বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- · মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
গুগল ইনকর্পোরেটেড
- · গুগল গুগল সার্চ ইঞ্জিনের, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিংএর জন্য বিশ্বখ্যাত।
- · গুগল প্রতিষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে ।
·
প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে
অবস্থিত।
·
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি
পেইজ ও সের্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা।
- · কোম্পানিটি অনলাইন সেবা যেমন জিমেইল - ইমেইল সেবা, গুগল ডকস - অফিস সুইট এবং গুগল প্লাস - সামাজিক নেটওয়ার্কিং সেবা প্রভৃতি প্রদান করে থাকে।
- · গুগল মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ।
- ·
গুগলের প্রকৃত নাম ব্যাকরাব (BackRub).
- · গুগলের অন্যান্য আর্ন্তজাতিক সাইট যেমন ইউটিউব, ব্লগার এবং অরকুট সেরা একশটি সাইটে স্থান পায়।
ইনটেল কর্পোরেশন
- · ইনটেল কর্পোরেশন একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি।
- · এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- · ১৯৬৮ সালে ইনটেল প্রতিষ্ঠিত হয়।
- · রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ এর প্রতিষ্ঠাতা।
- · যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারে তে এর সদরদপ্তর অবস্থিত।
অ্যাপল
- · অপারেটিং সিস্টেম ওএস এক্সের মাধ্যমে তৈরী করে আইপড, আইফোন এবং আইপড তৈরী করে।
- · প্রতিষ্ঠানটি গান শোনার সফটওয়্যার আইটিউনস এবং মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ সফটওয়্যার আইলাইফ তৈরী করে।
- · অ্যাপল ইনকর্পোরেটেড ইন্টারনেট ব্রাউজার সাফারি এবং মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম আইওএস তৈরী করে।
- · যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে এর সদরদপ্তর অবস্থিত।
- · ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপল প্রতিষ্ঠিত হয়।
- · অ্যাপল ইনকর্পোরেটেড এর প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন ও স্টিভ ওজনিয়াক।
ওরাকল কর্পোরেশন
- · মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- · ১৯৭৭ সালে ল্যারি এল্লিসোন, বব মিনার ও এড ওয়াটিস ওরাকল প্রতিষ্ঠিত করেন।
- · এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে অবস্থিত।
কম্পিউটার মিউজিয়াম
- · বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত।
ফেসবুক
- · ২০০৪ সালের ফেব্রুয়ারির ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়।
- · মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন।
- · ২০০৮ সালের ৭ই এপ্রিলে তাৎক্ষনিক ‘বার্তা আদান প্রদান’ সেবাটি চালু করে যা ‘চ্যাট’ নামে পরিচিত বিভিন্ন নেটওয়ার্কে। এটি ব্যবহাকারিদের বন্ধুদের সাথে যোগাযোগের সুযোগ দেয়।
- · ২০১১ সালের এপ্রিল থেকে ফেসবুক ব্যবহারকারিরা লাইভ ভয়েস কল করতে পারেন ফেসবুক চ্যাট দিয়ে, যা দিয়ে সারা বিশ্বের ব্যবহারকারিরা একে অন্যের সাথে চ্যাট করতে পারেন।
- · ২০১১ সালের ৬ই জুলাই ফেসবুকের ভিডিও কল সেবা চালু করা হয় স্কাইপকে তাদের প্রযুক্তি অংশীদার করে।
- · ২০১১ সালের ১৪ই সেপ্টেম্বর ফেসবুক ব্যবহারকারি পাতায় "সাবস্ক্রাইব" বোতাম যোগ করে যা অন্য ব্যবহারকারিদের সাবস্ক্রাইব করা ব্যবহারকারির উন্মুক্ত পোস্টগুলো দেখার সুযোগ করে দেয়।
- · ২০১২ সালের ডিসম্বরে ফেসবুক ব্যবহারকারিদের দ্বিধার কথা মাথায় রেখে সাবস্ক্রাইব বোতামকে "ফলো" বোতামে প্রতিস্থাপন করে।
ইন্সটাগ্রাম
- ·
ইন্সটাগ্রাম ফেসবুক, টুইটার, টাম্বলার এবং ফ্লিকার এর মত অনলাইনে ছবি এবং
ভিডিও শেয়ার করার এমন একটি অনলাইন মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক
নেটওয়ার্কিং পরিসেবা।
- ·
ইন্সটাগ্রাম এর মাধ্যমে ছবি এবং ১৫ সেকেন্ডের দৈঘ্যের ভিডিও
আপলোড করা যায়।
- ·
ইন্সটাগ্রামের প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম এবং মাইক
ক্রিগার।
- · ২০১০ সালে ইন্সটাগ্রাম যাত্রা শুরু করে।
টুইটার
- ·
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের
একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন।
- ·
টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান
ফ্রান্সিস্কো শহরে।
- ·
২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়।
ফ্লিকার
- ·
ফ্লিকার একটি চিত্র এবং ভিডিও আয়োজনের ওয়েবসাইট।
- · ২০০৪ সালে লুডিকর্প কোম্পানি কর্তৃক এটি তৈরি করা হয়।
- ·
ব্যক্তিগত আলোকচিত্র প্রচার এবং সংস্থাপন করার জন্যে
ব্যবহারকারীদের নিকট এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট এবং কার্যকরী অনলাইন সম্প্রদায়।
- · আলোকচিত্র প্রচার এবং সংস্থাপন করার জন্যে আলোকচিত্র গবেষক এবং ব্লগারদের দ্বারা এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
গুগল+
- ·
গুগল+ হচ্ছে গুগল ইনকর্পোরেশনের একটি সোশাল নেটওয়ার্কিং বা
সামাজিক যোগাযোগ ওয়েব সেবা।
- ·
গুগল এই সেবাটি ২৮ জুন ২০১১ তে পরীক্ষামূলকভাবে চালু করে।
লিঙ্কডইন
- ·
লিঙ্কডইন পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট।
- ·
সাইটটি ডিসেম্বর, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিক ভাবে
চালু করা হয়।
- ·
সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি পেশাজীবীরাই বেশি ব্যবহার
করে থাকে।
- ·
২০১৩ সালের এক বিবৃতিতে লিঙ্কডইন ঘোষণা দেয় বর্তমানে তাদের
নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন, যারা ২০০টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।
ইউটিউব
- ·
ইউটিউব একটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট।
- · ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশী বংশদ্ভুত জাভেদ করিম
উইকিপিডিয়া
- ·
উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত, বহুভাষীক, মুক্ত প্রবেশাধিকার, মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি
ইন্টারনেট বিশ্বকোষ, যা অলাভজনক উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত, আয়োজিত এবং পরিচালিত।
- · বর্তমানে এটি সব থেকে বড় এবং সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসাবে ব্যবহৃত হয়
ব্লগ
- ·
ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন
ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
- ·
ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ।
- ·
যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।
আমাজন
- · প্রতিষ্ঠাকালঃ ৫ জুলাই ১৯৯৪; ২৬ বছর আগে, বেলভিউ, ওয়াশিংটন
- · প্রতিষ্ঠাতাঃ জেফ বেজোস
- · সদরদপ্তরঃ সিয়াটেল, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র
আলিবাবা
- ·
আলিবাবা
একটি বহুজাতিক ই-কমার্স, পাইকারি,
ইন্টারনেট, প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি
যেটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- · এটি ক্রেতা-ক্রেতা,ব্যবসায়ী-ক্রেতা,ব্যবসায়ী-ব্যবসায়ী পন্য ক্রয় বিক্রয় ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
- · প্রতিষ্ঠাতা: জ্যাক মা
উবার
- · উবার (Uber) হলো মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক।
- · আমেরিকা ভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবারের কোন নিজস্ব ট্যাক্সি নেই।
- ·
প্রতিষ্ঠাকাল:
মার্চ ২০০৯;
- · প্রতিষ্ঠাতাসমূহ: ট্রেভিস কলানিক
- ·
প্রতিষ্ঠাতা : ট্র্যাভিস কলানিক, গ্যারেট ক্যাম্প
- ·
সদরদপ্তর:
সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া,
যুক্তরাষ্ট্র
জুম (Zoom Video
Communications)
- · সদর দফতর: সান জোস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতাঃ এরিক ইউয়ান
- ·
প্রতিষ্ঠাকাল:
২১ এপ্রিল ২০১১;
- অনলাইন চ্যাট পরিষেবা সরবরাহ করে এবং টেলিকনফরেন্সিং, টেলিযোগাযোগ, দূরত্ব শিক্ষা এবং সামাজিক সম্পর্কের জন্য ব্যবহৃত হয়।
Comments
Post a Comment