Skip to main content

তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্টান ও তাদের সেবা

 তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্টান ও তাদের সেবা

আইবিএম

  • ·         ১৯১১ সালে আইবিএম প্রতিষ্ঠিত হয়।
  • ·         এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আর্মংক (Armonk) নামক স্থানে অবস্থিত। 

  • ·         আইবিএম হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রস্তুত ও বিক্রয় করে থাকে।
  • ·         আইবিএমের বিখ্যাত আবিষ্কারসমূহের মধ্যে এটিএম, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক উল্লেখযোগ্য। 
  • ·         আইবিএম-কে বিগ ব্লুনামে ডাকা হয়।

মাইক্রোসফট

  • ·         মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
  • ·         এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত।
  • ·         এদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হল মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস।
  • ·         ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়।
  • ·         বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
  • ·         মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।

গুগল ইনকর্পোরেটেড 

  • ·         গুগল গুগল সার্চ ইঞ্জিনের, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিংএর জন্য বিশ্বখ্যাত।
  • ·         গুগল প্রতিষ্ঠিত হয় সেপ্টেম্বর ১৯৯৮ সালে ।   

·         প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে অবস্থিত।

·         স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা।

  • ·         কোম্পানিটি অনলাইন সেবা যেমন জিমেইল - ইমেইল সেবা, গুগল ডকস - অফিস সুইট এবং গুগল প্লাস - সামাজিক নেটওয়ার্কিং সেবা প্রভৃতি প্রদান করে থাকে।
  • ·         গুগল মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ।
  • ·         গুগলের প্রকৃত নাম ব্যাকরাব (BackRub).
  • ·         গুগলের অন্যান্য আর্ন্তজাতিক সাইট যেমন ইউটিউব, ব্লগার এবং অরকুট সেরা একশটি সাইটে স্থান পায়।

ইনটেল কর্পোরেশন

  • ·         ইনটেল কর্পোরেশন একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি।
  • ·         এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
  • ·         ১৯৬৮ সালে ইনটেল প্রতিষ্ঠিত হয়। 


  • ·         রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ এর প্রতিষ্ঠাতা।
  • ·         যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারে তে এর সদরদপ্তর অবস্থিত।

অ্যাপল

  • ·         অপারেটিং সিস্টেম ওএস এক্সের মাধ্যমে তৈরী করে আইপড, আইফোন এবং আইপড তৈরী করে।
  • ·         প্রতিষ্ঠানটি গান শোনার সফটওয়্যার আইটিউনস এবং মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ সফটওয়্যার আইলাইফ তৈরী করে।
  • ·         অ্যাপল ইনকর্পোরেটেড  ইন্টারনেট ব্রাউজার সাফারি এবং মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম আইওএস তৈরী করে।
  • ·         যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে এর সদরদপ্তর অবস্থিত।
  • ·         ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপল প্রতিষ্ঠিত হয়।
  • ·         অ্যাপল ইনকর্পোরেটেড  এর প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস, রোনাল্ড ওয়েইন ও স্টিভ ওজনিয়াক।

ওরাকল কর্পোরেশন

  • ·         মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন
  • ·         ১৯৭৭ সালে ল্যারি এল্লিসোন, বব মিনার ও এড ওয়াটিস ওরাকল প্রতিষ্ঠিত করেন। 
  • ·         এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে অবস্থিত।

কম্পিউটার মিউজিয়াম

  • ·         বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত।

ফেসবুক

  • ·         ২০০৪ সালের ফেব্রুয়ারির ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়।
  • ·         মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন।
  • ·         ২০০৮ সালের ৭ই এপ্রিলে তাৎক্ষনিক বার্তা আদান প্রদানসেবাটি চালু করে যা চ্যাটনামে পরিচিত বিভিন্ন নেটওয়ার্কে। এটি ব্যবহাকারিদের বন্ধুদের সাথে যোগাযোগের সুযোগ দেয়।

  • ·         ২০১১ সালের এপ্রিল থেকে ফেসবুক ব্যবহারকারিরা লাইভ ভয়েস কল করতে পারেন ফেসবুক চ্যাট দিয়ে, যা দিয়ে সারা বিশ্বের ব্যবহারকারিরা একে অন্যের সাথে চ্যাট করতে পারেন।
  • ·         ২০১১ সালের ৬ই জুলাই ফেসবুকের ভিডিও কল সেবা চালু করা হয় স্কাইপকে তাদের প্রযুক্তি অংশীদার করে।
  • ·         ২০১১ সালের ১৪ই সেপ্টেম্বর ফেসবুক ব্যবহারকারি পাতায় "সাবস্ক্রাইব" বোতাম যোগ করে যা অন্য ব্যবহারকারিদের সাবস্ক্রাইব করা ব্যবহারকারির উন্মুক্ত পোস্টগুলো দেখার সুযোগ করে দেয়।
  • ·         ২০১২ সালের ডিসম্বরে ফেসবুক ব্যবহারকারিদের দ্বিধার কথা মাথায় রেখে সাবস্ক্রাইব বোতামকে "ফলো" বোতামে প্রতিস্থাপন করে।

ইন্সটাগ্রাম

  • ·         ইন্সটাগ্রাম ফেসবুক, টুইটার, টাম্বলার এবং ফ্লিকার এর মত অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করার এমন একটি অনলাইন মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা।
  • ·         ইন্সটাগ্রাম এর মাধ্যমে ছবি এবং ১৫ সেকেন্ডের দৈঘ্যের ভিডিও আপলোড করা যায়।
  • ·         ইন্সটাগ্রামের প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম এবং মাইক ক্রিগার।
  • ·         ২০১০ সালে ইন্সটাগ্রাম যাত্রা শুরু করে।

টুইটার

  • ·         টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন।
  • ·         টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে।
  • ·         ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়।

ফ্লিকার

  • ·         ফ্লিকার একটি চিত্র এবং ভিডিও আয়োজনের ওয়েবসাইট।
  • ·         ২০০৪ সালে লুডিকর্প কোম্পানি কর্তৃক এটি তৈরি করা হয়  
  • ·         ব্যক্তিগত আলোকচিত্র প্রচার এবং সংস্থাপন করার জন্যে ব্যবহারকারীদের নিকট এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট এবং কার্যকরী অনলাইন সম্প্রদায়।
  • ·         আলোকচিত্র প্রচার এবং সংস্থাপন করার জন্যে আলোকচিত্র গবেষক এবং ব্লগারদের দ্বারা এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

গুগল+

  • ·         গুগল+ হচ্ছে গুগল ইনকর্পোরেশনের একটি সোশাল নেটওয়ার্কিং বা সামাজিক যোগাযোগ ওয়েব সেবা।
  • ·         গুগল এই সেবাটি ২৮ জুন ২০১১ তে পরীক্ষামূলকভাবে চালু করে।

লিঙ্কডইন

  • ·         লিঙ্কডইন পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট।
  • ·         সাইটটি ডিসেম্বর, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়।
  • ·         সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকে।
  • ·         ২০১৩ সালের এক বিবৃতিতে লিঙ্কডইন ঘোষণা দেয় বর্তমানে তাদের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন, যারা ২০০টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।

ইউটিউব

  • ·         ইউটিউব একটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট।
  • ·         ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশী বংশদ্ভুত জাভেদ করিম

উইকিপিডিয়া

  • ·         উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত, বহুভাষীক, মুক্ত প্রবেশাধিকার, মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ, যা অলাভজনক উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত, আয়োজিত এবং পরিচালিত।
  • ·         বর্তমানে এটি সব থেকে বড় এবং সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসাবে ব্যবহৃত হয়

ব্লগ

  • ·         ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
  • ·         ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ।
  • ·         যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।

আমাজন

  • ·         প্রতিষ্ঠাকালঃ জুলাই ১৯৯৪; ২৬ বছর আগে, বেলভিউ, ওয়াশিংটন
  • ·         প্রতিষ্ঠাতাঃ জেফ বেজোস
  • ·         সদরদপ্তরঃ সিয়াটেল, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র

আলিবাবা

  • ·         আলিবাবা একটি বহুজাতিক ই-কমার্স, পাইকারি, ইন্টারনেট, প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি যেটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
  • ·         এটি ক্রেতা-ক্রেতা,ব্যবসায়ী-ক্রেতা,ব্যবসায়ী-ব্যবসায়ী পন্য ক্রয় বিক্রয় ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
  • ·         প্রতিষ্ঠাতা: জ্যাক মা

উবার

  • ·         উবার (Uber) হলো মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক।
  • ·         আমেরিকা ভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবারের কোন নিজস্ব ট্যাক্সি নেই।
  • ·         প্রতিষ্ঠাকাল: মার্চ ২০০৯;
  • ·         প্রতিষ্ঠাতাসমূহ: ট্রেভিস কলানিক
  • ·         প্রতিষ্ঠাতা : ট্র্যাভিস কলানিক, গ্যারেট ক্যাম্প
  • ·         সদরদপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

জুম (Zoom Video Communications)

  • ·         সদর দফতর: সান জোস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
  •      প্রতিষ্ঠাতাঃ এরিক ইউয়ান 
  • ·         প্রতিষ্ঠাকাল: ২১ এপ্রিল ২০১১;  
  • অনলাইন চ্যাট পরিষেবা সরবরাহ করে এবং টেলিকনফরেন্সিং, টেলিযোগাযোগ, দূরত্ব শিক্ষা এবং সামাজিক সম্পর্কের জন্য ব্যবহৃত হয়।

                              

Comments

Popular posts from this blog

আইসিটি বইয়ের বুলিয়ান আলজেব্রা আবিষ্কার সাল জটিলতা

  এইচ এস সি আইসিটি বইয়ের বুলিয়ান আলজেব্রা আবিষ্কার সাল জটিলতা  শুরুতেই জর্জ বুলি সম্পর্কে কিছু কথা  জর্জ বুল (ইংরেজি: George Boole) (২রা নভেম্বর, ১৮১৫—৮ই ডিসেম্বর, ১৮৬৪) ছিলেন , একজন ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক যাকে গাণিতিক যুক্তিবিজ্ঞানের (mathematical logic) জনকদের একজন হিসাবে গণ্য করা হয়। ১৮৫৪ সালে তার প্রধান কাজ Investigation of the Laws of Thought বের হয়। তিনি যে প্রকার প্রতীকী যুক্তিবিজ্ঞান নির্মাণ করেন, তার উপর ভিত্তি করে পরবর্তীতে বুলিয়ান বীজগণিতের গবেষণা শুরু হয়। বর্তমান সময়ের কম্পিউটিং এবং বীজগণিতে এই বুলিয়ান বীজগণিতের গুরুত্ব রয়েছে। বুল, ডি মরগান এবং অন্যান্যদের কাজ আধুনিক বিধিগত বীজগণিতের নির্মাণে সাহায্যকারী ভূমিকা রাখে। প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইয়ে লিখা আছে জর্জ বুলি সর্বপ্রথম ১৮৪৭ সালে বুলিয়ান আলজেব্রা নিয়ে আলোচনা করেন। ( রেফেরেন্সঃ প্রথম প্রকাশনী - ১ জুলাই , ২০১৩ ইং ও পুনঃমুদ্রন ১ জানুয়ারী ২০১৪ এর ১২৯ পৃষ্টায় আছে ) অক্ষর পত্র প্রকাশনীর বইয়ে আছে ১৮৫৪ সাল জর্জ বুলি প্রতীকী যুক্তি নামে এই বীজগণিত আলোচন...

stdio.h বা হেডার ফাইল কী এবং কেন? /conio.hকী? কেন? কখন?

প্রথমে stdio.h নিয়ে কিছু কথা,  stdio এর মানে হলো Standard input and output ।  এটি সি (C)এর একটি স্ট্যান্ডাড লাইব্রেরি যাতে ইনপুট ও অউটপুট ফাংশন গুলা বর্ণিত আছে।যেমন sacnf(),printf())। এই সকল ইনপুট ও অউটপুট ফাংশন প্রোগ্রামে ব্যবহার করার ক্ষেত্রে প্রোগ্রামে এদের লাইব্রেরি হেডার ফাইলের নাম সংযোগ করতে হয়। যেমন , scanf(), printf() এই ফাংশন প্রোগ্রামে ব্যবহার করার ক্ষেত্রে প্রোগ্রামর শুরুতে এদের লাইব্রেরি হেডার ফাইলের নাম stdio.h কে প্রসেসর ডিরাইভেটিভ # (হ্যাশ) দ্ধারা লিংক সেকশনে সংযোগ করতে হয় । stdio.h সংযোগ না করে scanf(), printf() ...ব্যবহার করলে প্রোগ্রামে error দেখাবে। তাই যেকোনো লাইব্রেরি ফাংশন ব্যবহার করলে তাদের হেডার ফাইলের নাম সংযোগ করতেই হবে। C programming এর আদি কম্পাইলার হচ্ছে "Turbo C". Borland সর্বপ্রথম ১৯৮৭ সালে পরিচয় করিয়ে দেন প্রথম সি প্রোগ্রামিং ভাষার Integrated Development Environment and compiler  "Turbo C".এর সাথে।    conio.h সি স্ট্যান্ডাড লাইব্রেরির কোন অংশ নয়। এটি একটি হেডার ফাইল ,যার মধ্যে getch(),clrscr() ...ইত্যাদি কিছু ফাংশন । clrscr(): এই ...

কম্পিউটারের অঙ্গ-সংগঠন

কম্পিউটারের অঙ্গ-সংগঠন ( Computer Architecture):   কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো যথাযথ অবস্থানে স্থাপন ও যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনকেই কম্পিউটারের অঙ্গ-সংগঠন বলে ।   সাধারণত কম্পিউটার সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। ক) হার্ডওয়্যার , খ) সফটওয়্যার ক) হার্ডওয়্যার: কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো তৈরির জন্য ব্যবহৃত যন্ত্র সামগ্রীকে বলে – হার্ডওয়্যার। কোনো কম্পিউটার ব্যবস্থায় সকল ভৌত যন্ত্রপাতি ও ডিভাইস , কীবোর্ড , প্রিন্টার , মনিটর ইত্যাদি একত্রে হল – হার্ডওয়্যার বা যান্ত্রিক সরঞ্জাম। কর্ম কৌশলের উপর ভিত্তি করে কম্পিউটারের Hardware কে তিন শ্রেণীতে বিন্যস্ত করা হয়। 1. Input Device 2. CPU 3. Output Device Input Device Input Device: কম্পিউটারকে ডাটা বা নির্দেশনা প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। কম্পিউটারে ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস হচ্ছে: 1. Keyboard 2. Mouse 3. Joy Stick 4. Light pen 5. Track Ball 6. Scanner 7. Graphic Tablet 8. Microphone 9. Magnetic Ink C...