PAN,LAN,MAN ও WAN এর মধ্যে তুলনা / পার্থক্য
আলোচ্য বিষয় |
PAN |
LAN |
MAN |
WAN |
পূর্নরূপ |
Personal Area Network |
Local Area Network |
Metropolitan Area Network |
Wide Area Network |
ভৌগোলিক বিস্তৃতি |
সাধারণত ১০ থেকে ১০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ। |
সাধারণত ১০ কি.মি. বা তার কম । |
প্রায় ৫০ কি.মি. |
বিস্তৃত ভৌগোলিক অঞ্চল জুড়ে। |
মালিকানা |
Private বা ব্যক্তিগত মালিকানায় তৈরি হয়। |
Private বা ব্যক্তিগত মালিকানায় তৈরি হয়। |
Private or Public |
Private or Public |
রক্ষণাবেক্ষণ |
সহজ |
সহজ |
তুলনামূলক কঠিন |
কঠিন |
নেটওয়ার্কে ডিভাইসের বা কম্পিউটারের সংখ্যা |
সবচেয়ে কম |
তুলনামূলক বেশি |
বেশি |
সবচেয়ে বেশি |
স্পিড |
সবচেয়ে বেশি |
বেশি |
তুলনামূলক কম |
সবচেয়ে কম |
প্রযুক্তির ব্যবহার |
Bluetooth এই প্রযুক্তি ব্যবহার করে।*** |
ওয়াইফাই এই প্রযুক্তি ব্যবহার করে।*** |
ওয়াইম্যাক্স এই প্রযুক্তি ব্যবহার করে।*** |
ইন্টারনেট এই প্রযুক্তি ব্যবহার করে।*** |
ট্রান্সমিশন মিডিয়া |
সাধারণত ইনফারেড,রেডিও ওয়েব ব্যবহৃত হয়। |
সাধারণত এই নেটওয়ার্ক তৈরিতে টুইস্টেড পেয়ার ক্যাবল, কো এক্সিয়াল ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহৃত হয়। |
সাধারণত এই নেটওয়ার্ক তৈরিতে কো এক্সিয়াল ক্যাবল , অপটিক্যাল ফাইবার , রেডিও ওয়েব ,মাইক্রোওয়েব ব্যবহৃত হয়। |
সাধারণত এই নেটওয়ার্ক তৈরিতে অপটিক্যাল ফাইবার , রেডিও ওয়েব ,মাইক্রোওয়েব, স্যাটেলাইট ব্যবহৃত হয়। |
Comments
Post a Comment